বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে স্বপ্ন পূরণের সারথী হয়ে দাড়িয়েছেন কতিপয় তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা। কেউ পড়াশুনা, কেউ চিত্তবিনোদন আবার কেউবা দায়িত্ব নিয়েছেন মাসিক কিংবা সাপ্তাহিক ভিত্তিতে ভালোমন্দ দু এক বেলা খাবারের।
১২ ই মার্চ, শুক্রবার বিকালে অনলাইন শপ ‘বিখ্যাত পণ্য সম্ভার’ এর আয়োজনে এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমান্বয়ে বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও নাচ,গান ও বিভিন্ন চ্যালেঞ্জমূলক চিত্তবিনোদনের মাধ্যমে শিশুরা তুলে ধরে তাদের সুপ্ত প্রতিভা।
সহযোগী সংগঠন হিসেবে ছিলেন, ‘টুনটুনির খামারবাড়ি,ঘরোয়া কিচেন,রুচি অনলাইন মার্কেট, অতনু,তুসহা সপস,বরিশাল কিচেন হাউজ,পুষ্প কুঞ্জ,মুনিয়ার রান্না ঘর,শেখাই,গন্তব্য- দি ডেসটিনেশন অফ সার্ভিস,সারমিনস কিচেন , টি লাভারস ট্রিট,বরিশাইল্লা মামু,বিসমিল্লাহ ট্রেডার্স, স্বপ্নপূরণ বিদ্যানিকেতন এবং উচ্ছ্বাস।
এ বিষয়ে উদ্যোক্তারা বলেন, আমরা বরিশালকে দারিদ্র্যমুক্ত করার লক্ষে কাজ করবো। কেননা ব্যবসা হালাল এবং আমরা লাভের একটা অংশ নিজ উদ্দ্যেগে প্রতিনিয়ত ছড়িয়ে দিবো এসব ক্ষুদ্র প্রয়াসে।