কুয়াকাটার ফাসিপাড়ায় কৃষক মাঠ দিবস-২০২১ পালিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পের উদ্যোগে মোসলেম শরীফ এর কৃষি ক্ষেতে স্থানীয় কৃষকদের নিয়ে এ দিবস পালন করা হয়।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জলবায়ু পরিবর্তন জনিত সহনশীল চাষাবাদে কীটনাশক সারের প্রয়োগ কমিয়ে কেঁচো ও জৈব সার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ দিবস পালন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার (লতাচাপলী) উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সুজন সরদার, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান, রিসোর্স পার্সন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মোঃ আব্দুল্লাহ আল আমিন. স্বাধীন বাংলার কুয়াকাটা প্রতিনিধি মোঃ জাহিদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে ছিলেন কারিতাস প্রয়াস প্রকল্পের মিঠু দাস, অসিম কুমার বিশ্বাস ও স্থানীয় শতাধীক প্রান্তিক চাষি।
মাঠ দিবস পালন সম্পকির্ত অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস প্রয়াস প্রকল্প’র কাজল ঘরামী।