কিশোরগঞ্জের হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্ৰাম অলওয়েদার সড়কের পাশে থাকা লরির সংঘর্ষে আবু হুযাইফা (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক রনি (১৭) নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জাকির (১৭) নামে আরো একজন আহত হয়েছে। তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অলওয়েদার সড়কের অষ্টগ্ৰাম উপজেলার ভাতশালা ব্রীজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু হুযাইফা পাশ্ববর্তী উপজেলা করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া বাজার (সাকুয়া) এলাকার সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় ভাটিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত হওয়া রনি একই উপজেলার ভাটিয়া গাংপাড়ার এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হুযাইফা, রনি ও জাকির তিন বন্ধু মিলে একটি মোটর সাইকেলে করে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ঘুরতে বের হয়। অলওয়েদার সড়কে প্রচন্ড গতিতে তারা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এমন সময় অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ব্রীজ এলাকা অতিক্রম করার সময় প্রচন্ড গতিতে মোটর সাইকেলটির চালানোয় নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে পড়ে থাকা একটি লরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আবু হুযাইফার মৃত্যু হয়। এঘটনায় মোটর সাইকেল চালক রনি গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর আরোহী জাকির সামান্য আহত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মতামত এখানে লিখুন