লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর করে দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার খান।
সোমবার রাতে তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাজে ২০ হাজার টাকা ১০টি কম্বল বিতরন করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ প্রত্যেক পরিবারের মাজে ১১ হাজার টাকা করে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান ১ শত কম্বল ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
এর আগে সোমবার সারাদিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাজে থেকে শুকনো খাবার (চাল,ডাল, তেল,চিড়া,চিনি, নুডুলস), নগদ টাকা এবং কম্বল বিতরণ করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
উল্যেখ্য ২১ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। ডুমুরিয়া মসজিদ বাড়িতে বিদ্যুতের খুটি থেকে ১৪টি ঘরে সংযোগ দেওয়ায় হয়। ওই খুঁটির যে কোন একটি সংযোগ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আপনার মতামত এখানে লিখুন