কুয়াকাটার লতাচাপলী মা ও কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ সরকারের ঋঈউঙ এর আর্থিক সহযোগিতায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশকীয় স্বাস্থ্যসেবা “প্রকল্পের উদ্যোগে ১৫ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টার দিকে কলাপাড়া উপজেলাধীন লতাচাললী ইউনিয় পরিষদ চত্বরে মা ও কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য রহিমা আক্তার রুপা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃ মিজানুর রহমান, পিএইচডি এর হেলথ কো-অর্ডিনেটর নূর মোহাম্মদ, সংস্থার ইউনিয়ন প্রতিনিধি গোলাম কিবরিয়া, এ এইস আই আফরোজা ইয়াসমিন, এফডব্লিউভি শাহিনুর আক্তার প্রমুখ।
এছাড়া স্বাস্থ্য কর্মী, আরএইচস্টেপ, ডিআর আর এর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গর্ভবতী মায়েদেরকে নিয়মিত চেকআপের মাধ্যমে বিভিন্ন ধরণের ঝুঁকি থেকে মুক্ত থাকা সম্ভব। সেই সাথে কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবার কথা উল্লেখ করে সেখানে গিয়ে সেবা গ্রহণের আহ্ববান জানান তিনি। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, স্থানীয় সরকারের সহযোগীতায় আমারা কিশোরীদের জন্য স্কুলভিত্তিক নেপকিন দেয়ার ব্যবস্থা করছি। বিশেষ করে গর্ভবতি মায়েদেরকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয় সমাবেশে। সেই সাথে পিএইচডি এর উদ্যোগে আয়োজিত মা ও কিশোর কিশোরী সমাবেশের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই হেলথ কো-অর্ডিনেটর নূরমোহাম্মদ বলেন, গর্ভবতী মা ও কিশোর কিশোরীদের সেবাকেন্দ্রে গিয়ে সেবা গ্রহণে আগ্রহী করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের ব্লাড গ্রুপিং,জিএম্পি, মুয়াক, এএনসি,প্রতিবন্ধী ব্যাক্তিদের পরামর্শ এবং কিশোরীদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য যে পিএইচডি বরিশাল বিভাগের ৮টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।