কুয়াকাটা সংলগ্ন চর বিজয় ও পায়রা বন্দর এলাকায় নৌ-পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি ফাইস্যা রেনু জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওই রেনুসহ একটি মাছ ধরার ট্রলার ২০ হাজার মিটার (রেনু ধরা) অবৈধ জাল, একটি ডিঙ্গি নৌকাসহ ৪ জেলেকে আটক করে। আটককৃতরা হলো জেলে মাহিবুর রহমান (৩০), আবু ছাইদ (৩৮), মাসুম বিল্লাহ (৩০), আবুল বসার (৩৫), এদের সকলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।
ওইদিন বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নির্দেশে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবীর উপস্থিতিতে রেনুগুলো বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এদিকে আটককৃতদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুজ্জামান বলেন, ওইসব জেলেরা দীর্ঘদিন ধরে অবৈধ জাল দিয়ে এসব অবৈধ রেনু ধরে বিভিন্ন মাছের ঘেরে বিক্রি করতো।
উল্লেখ্য যে, সহকারী উপ পরিদর্শক কামরুজ্জামানের নেতৃতে এর আগেও একাধীক অভিযানে অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জালসহ জাটকা ও রেনু পোনা জব্দ করা হয়েছে। এতে অবৈধভাবে মাছ শিকারের সাথে জড়িত জেলে ও আড়ৎদার ক্ষিপ্ত হলেও সুশীল সমাজে তিনি সুনাম অর্জন করেছেন।