কুয়াকাটার অদূরে ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫মণ জাটকা জব্দ করা হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহামুদ হোসেন মোল্লা ও সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে শনিবার সকালে ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ৫মণ জাটকা জব্দ করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, জাটকা নিধন অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নী। জব্দকৃত মাছ কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সম্মুখে কলাপাড়া উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা আবুল বাশার এর উপস্থিতিতে কুয়াকাটা ও আলীপুরের বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগেও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জাল ও জাটকা ইলিশ মাছ জব্দ করে সুশীল সমাজের সুনাম অর্জন করেছেন।