পটুয়াখালীর বাউফল পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার কলেজের সামনে আলগী নদীর উপর নির্মিত ‘বেগম ফজিলতুননেছা মুজিব ব্রিজ’ (প্রস্তাবিত নাম) ব্রিজটি উদ্বোধনের আগেই ব্রিজের সংযোগ সড়কের কয়েক স্থানে ফাটল দেখা দিয়েছে। বুধবার সকালে স্থানীয়দের চোখে ওই ফাটল ধরা পড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০২০ অর্থ বছরে বাউফল পৌরসভা যোগাযোগ ও ভৌত অবকাঠামো প্রকল্পের আওতায় ২ কোটি ৮৬ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে ২৮ মিটার দৈর্ঘের ওই ব্রিজটি বসুন্ধরা হাউস বিল্ডার্স এন্ড শক্তি কনসট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করে।
‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ব্রিজ’ নামকরণের জন্য বাউফল পৌরসভা থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে প্রস্তাব পাঠানো হয়েছে। নাম নির্ধারণ হলেই আনুষ্ঠানিকভাবে ব্রিজটি উদ্বোধন করা হবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানান।
সরেজমিন দেখা গেছে, ব্রিজটির দক্ষিণ পাশের সংযোগ সড়কের গাইডওয়াল সংলগ্ন দুটি স্থানে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ওই সড়কে একটি ট্রাক উঠলে উল্লেখিত স্থানের কিছুটা অংশ দেবে যায় এবং ফাটল ধরে। গাইডওয়ালের সাথে মূল অবকাঠামোর কাজে ক্রটি থাকার কারণে এমনটা হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সংযোগ সড়কে ফাটল ধরায় জনমনে কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বাউফল পৌর সভার প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, এ্যাপ্রোচ সড়কে ট্রাক ওঠার কারণে এমনটা হয়েছে বলে শুনেছি। তবে মূল সড়কের তেমন কোন ক্ষতি হয়নি।
এ প্রসঙ্গে বৃহত্তর পটুয়াখালী-বরগুনা অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক মোল্লা মিজানুর রহমান বলেন, ব্রিজটির নির্মাণ কাজ আমি দেখেছি। এ্যাপ্রোচ সড়কে ফাটল ধরার কথা না। বিষয়টি পৌর সভাকে অবহিত করুন। আমি নিজেও সরেজমিন দেখবো।