বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য পৌরসভা সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষ্যে ভোটগ্রহন কর্মকর্তাদের অনুষ্ঠিত হয়েছে।
এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় সাইক্লোন সেল্টার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়য়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শাহীনুজ্জামান , আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা অঞ্চল খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।
জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো.মোস্তফা কামাল।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের ১শ’ ৬০ জন প্রশিক্ষক অংশগ্রহন করেন।