পটুয়াখালী দশমিনা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দশমিনায় গৃরহীনদের মাঝে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৫০ টি ঘর নির্মান ও বিতরন সম্পর্কে সার্বিক বিষয় প্রেস ব্রিফিং করেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতানিয়া ফেরদৌস।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃরহীনদের মাঝে দেয়া দশমিনা উপজেলায় ৫০টি ঘর প্রাপ্ত হই । যাচাই -বাছাই শেষে উপকার ভোগিদের নির্নয় করে প্রয়োজনীয় তথ্যাদী সম্পূর্ন করে প্রস্তুু করা হয়েছে ৫০টি ঘর । আগামী ২৩ জানুয়ারি সকাল ১০.০০ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘরের চাবি ঘর প্রাপ্তদের হস্তান্তর করা হবে বলে জানান ।
ঐদিন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সদস্য ও স্হানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা(এমপি)উপস্থিত থাকবেন বলে জানান । প্রেস ব্রিফিং এর সময় আরো উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভুমি),আদুল কাইয়ূম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃরবিউল ইসলাম সহ দশমিনা উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ।
আপনার মতামত এখানে লিখুন