পটুয়াখালী দশমিনা উপজেলায় সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তাকে ঘুষ প্রলোভন অপরাধে দুই জনকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
দশমিনা উপজেলার ৯নং ওয়ার্ড চরহাদী খাস জমিতে অবৈধ ভাবে ঘর উত্তোলন করায় একাধিক বার দশমিনা উপজেলা সহকারি কমিশনার (ভুমি), আবদুল কাইয়ুম অবৈধ ঘর সরিয়ে নেয়ার জন্য বারবার তহশিলদার পাঠানো হলে অদ্য ১৩জানুয়ারি সকাল ১২.০০ঘটিকার সময় উক্ত খাস জমিতে ঘর বহাল রাখার জন্য মোঃআলাউদ্দিন( ৪৫) পিতা.মৃত্যু.খালেক মিস্ত্রি সহকারি কমিশনার(ভুমি) কে অবৈধ ঘুষ প্রলোভন দেখায়, তাহাতে সহাকারি কমিশনার ভুমি ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল কইয়ুম,সহকারি কমিশনার(ভুমি) অবৈধ ভাবে ঘুষ প্রলাোভনের কারনে মো.আলাউদ্দিন(৪৫)পিতা.মৃত্যু.খালেক মিস্ত্রি ২.মো.সোহেল(৩৫) পিতাঃমো.কালুহাওলাদার, সর্বসাং-চরহাদী উভয়কে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
আপনার মতামত এখানে লিখুন