আংশিক নয়, পুরো সত্য’ শ্লোগানকে সামনে রেখে ১২বছরে পদার্পণ উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচির শেষ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুর জেলার ডামুড্যায় পত্রিকাটির ১২ বছরে পর্দাপন পালিত হয়।
বৃহষ্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা শুভ সংঘের আয়োজনে কেক কেটে দিন টি পালিত হয়।
দৈনিক কালেরকন্ঠ উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তফা, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম খোকন,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা, খোলা কাগজের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি কালাম সরদার, মতিউর রহমান, রিয়াজুল ইসলাম রিয়াদ, মিরাজ শিকদার,এনামুল হক ইমরান,জাকির হোসেন, ফয়সাল কাজী, তারেকুল ইসলাম সহ বিভিন্ন স্থানীয় সমাজ কর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন শুভ সংঘ উপজেলা শাখার সভাপতি ফয়সাল কাজী। এ সময় বক্তারা বলেন, দেশে চালিকাশক্তি হল পত্র পত্রিকা। দেশে জনপ্রিয় একটি গনমাধ্যম দৈনিক কালেরকন্ঠ পত্রিকা। এক যুগ পদার্পণ হয়েছে পত্রিকা টার।
এর আগে ১০ জানুয়ারি মাস্ক ও বৃক্ষরোপন কর্মসূচি এবং ১১ জানুয়ারি শীত বস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত এখানে লিখুন