পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ১৭কোটি ৭০লাখ ৩৯হাজার ৯শ ২৮টাকা ব্যয়ে নার্সিং ইনিস্টিটিউট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপণ করেন সাবেক চীফ হুইপ, উদ্বোধণী অনুষ্ঠানের প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি।
মঙ্গলবার বিকেল ৪ টায় কালাইয়া – বাউফল মহাসড়কের পাশে নার্সিং ইনিস্টিটিউটের নির্ধারিত স্থানে নির্মাণ কাজের ওই ভিত্তি প্রস্তর স্থাপণ করা হয়।
উদ্বোধণী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হকের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা.মো.জাহাঙ্গীর আলম, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া এবং পটুয়াখালী জেলা পাবলিক হেলথ নার্স মোসা. জাহানারা বেগম, পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি বাউফলে নার্সিং ইনিস্টিটিউট নির্মাণ হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য বক্তাবৃন্দসহ উপস্থিত শত শত জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপণ করেন।
A