শরণখোলার পূর্ব আমড়াগাছিয়া সিংবাড়ী এলাকায় মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শহিদুল উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের মাওলানা শামসুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শী স্বাস্থ্যকর্মী মোঃ আসলাম হোসেন জানান, উপজেলার আমড়াগাছিয়া থেকে শহিদুল তার সঙ্গী আব্দুল্লাহ (২৫) কে নিয়ে মোটর সাইকেল চালিয়ে আঞ্চলিক মহাসড়ক দিয়ে শরণখোলা সদরে আসছিল। পথিমধ্যে সে নিয়ন্ত্রন হারিয়ে সিংবাড়ি এলাকায় সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়েন।
সাথে সাথে পথচারীরা তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষনা করেন। আহত আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।