মাগুরার মহম্মদপুরে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির আয়োজনে মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় অংশ নেয় মাগুরা জেলার মহম্মদপুর ফুটবল একাদশ এবং চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ। এতে এক-শূন্য গোলে মহম্মদপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।
রোববার বিকেলে রুপালী গ্রুপের পাওয়ার্ড বাইয়ে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির সভাপতি শেখ ফরিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, রুপালী গ্রুপের এমডি মহসিন বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারি কমিকশনার (ভুমি) হরেকৃষ্ণ অধিকারী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খাঁন, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান, মহম্মদপুর থানার ওসি তারক বিশ^াস ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শারমীন আক্তার রুপালী প্রমূখ।
আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাড. জিল্লুর রহমান লাজুকের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে খেলা ইপভোগ করেন আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা মাগুরা-১ আসনের সাংসদ এ্যাড সাইফুজ্জামান শিখর।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।