পটুয়াখালীর বাউফলে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নিহত কালাইয়া ইউনিয়ন যুবলীগ নেতা তাপস কুমার দাস স্মরণে ‘ তাপস স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বন্দর বড় পুকুরের পূর্ব পাড়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাউফল উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আ.স.ম কবিরুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক মো. কবির হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন প্রমূখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির মূখপাত্র ও কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মল্লিক জানান,‘ টুর্নামেন্ট ১৬টি দল অংশ গ্রহণ করেছেন। এবার টুর্নামেন্ট নিহত যুবলীগ নেতা তাপস কুমার দাসের প্রতি উৎসর্গ করা হয়েছে।