তরুণ সমাজকে মাদক ও নানা অপকর্ম থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই স্লোগানকে সামনে রেখে ও নতুন বছর ২০২১ইং উপলক্ষে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা ফুটবল খেলার মাঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) বিকালে বুদিয়ামারা ফুটবল খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচে গাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও কালাইগোবিন্দপুরের সমাজসেবক হাবিবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্ট আইনজীবী এড. গাজী রিফাতুজ্জামান। খেলাটিকে সার্বিকভাবে সহযোগীতা করেন নজরপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি জয়নাল আবেদীন।
দুর্দান্ত গতিতে প্রথমার্ধের খেলা ১-১ গোলে ড্র থেকে শেষ হয় ও দ্বিতীয়ার্ধে প্রাণপন চেষ্টায় ব্রাজিল দল আর্জেন্টিনার গোল পোস্টে আরও ২ টি গোল যুক্ত করেন, ফলে ৩-১ গোলে আর্জেন্টিনা দল ব্রাজিল দলের নিকট পরাজয় বরণ করেন। আর্জেন্টিনা দলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল দল।
এ সময় উপস্থিত ছিলেন, করিমপুর ইউনিয়ন থেকে আগত গোলাম কিবরিয়া, বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী শাহ জালাল গাজী, জাগ্রত মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আলম হাসানসহ নজরপুর ও করিমপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বেলায়েত হার্ডওয়্যারের স্বত্ত্বাধীকারী বেলায়েত হোসেনসহ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ।