৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগ কর্তিক আয়োজিত এক বিশাল কর্মীসভা। ৭ নং লতাচাপলি ইনিয়নের প্রতিটা ওয়ার্ডের আওয়ামী সভাপতিগন এসভায় তাদের সমস্যা ও দলের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তাদের মনোভাব তুলে ধরেন।
গতকাল ২০২০’কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২১’এ পা বারালো ইংরেজি সন। নতুন বছরের প্রথম দিনকে শুভদিন হিসেবে মনে করে আয়োজন করা হয় ৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভার। এ কর্মী সভায় উপস্থিত ছিলেন, ৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস, ৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক/ইউপি চোয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা, সাংবাদিক মোঃ নাসির উদ্দিন বিপ্লব সহ ৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা।
এসময় ৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের কোনো ধরনের ভুল থাকলে আপনারা সেটা ধরিয়ে দিবেন এবং আমাদের সকল বিষয়ে আপনারা দিক নির্দেশনা দিবেন যাতে করে আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, দলের মধ্যে একটাই কথা থাকবে আর সেটা হলো নৌকা। দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের কর্মীদের যেমন আদেশ করবেন আমরা সে আদেশ সত ভাবে পালন করবো। আমরা সঠিক কর্মীকে সবসময় মূল্যয়ন করবো তবে কোনো গাদ্দারকে ছাড় দেয়া হবে না, একজন গাদ্দারের কারনে পুরো দল ধংস হয়ে যেতে পারে তাই গাদ্দার যারা আছেন সকলেই ভালো হয়ে যান।
৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক/ইউপি চোয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা সকলের ভুল কাজ ও সমস্যার কথা গুলো এ কর্মী সভায় বলতে বলেন যাতে করে সেটা সংসদন করা যায়।
তিনি আরও বলেন, দলকে কলঙ্কিত ও বিতর্কিত করার জন্য দল থেকেই কিছু কর্মী অতি উৎসাহের সাথে মাঠে নেমেছে। তাদের জন্য করনিয় সকল পরিকল্পনা আমরা করেছি আর সেখানে আপনাদের সকলের মতামতের প্রয়োজন রয়েছে। আর আমাদের যদি কোনো ভুল থাকে তবে সে সকল ভুল গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিগন একে একে তাদের সমস্যা ও ভুল গুলোর কথা তুলে ধরেন এ সভায়।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান ব্যাপারি বলেন, ছাহেদ ফকির সাহেব তিনি আওয়ামী লীগের কর্মী হয়েও আমারে বলে” নৌকা আর কোনোদিন আসবে না। অথচ” বারেক মোল্লা সাহেব যখন মেয়র ছিলেন তখন আমাদের লেবুরবন ফিস ফ্রাইতে গিয়া কেউ কোনোদিন চান্দা চায় নায় আর আজ বারেক মোল্লা মেয়র নাই তাই আইজই আমারে একজনে ফোনদিয়া বলে ফিস ফ্রাইর প্রতিটা দোকান দিয়া ৫০০০ টাকা চান্দা চায়।
৭ নং লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সকলকে উদ্দেশ্য করে বলেন, সকলকে ঐক্য বদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করতে হবে। নৌকা বাচলে বাচবে দেশ ও দেশের জনগন তাই নৌকা’কে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর আর্দশ যেনো কোনোদিন কলঙ্কিত না হয় সেদিকেও সকল নেতা কর্মীকে লক্ষ রাখতে হবে। ডিজিটাল বাংলা গড়ার কারিগর দেশ রত্ন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সপ্নকে বাস্তবায়ন করতে সকল কর্মীদের ঐক্য বদ্ধভাবে কাজ করার কথাও বলেন।