গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চুরি যাওয়া অটো রিক্সা উদ্ধার সহ ৩জনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,গত ১৬ অক্টোবর টিএনটি মোড় থেকে চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধারের জন্য বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই বাবলু বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করে এবং অটো চুরির সাথে জড়িত তাজপুর শাহা পাড়ার মৃত বিশ্বনাথ এর পুত্র খোকন সাহা(৩০), হাওয়াখানা নামক এলাকার সাজু মিয়ার পুত্র শাহাদাত সরকার (২৫) ও সাঘাটা উপজেলার গছাবাড়ী গ্রামের আমির হোসেনের পুত্র এরশাদ (২৫) কে গ্রেফতার করেছেন।
এদিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ উদ্ধার কৃত অটোরিক্স্রাটি ২৬ নভেম্বর বিকালে মালিককের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত এখানে লিখুন