পটুয়াখালী দশমিনা উপজেলা মহিলা ভাইসচেয়াম্যান ডা.সামছুন্নাহার খান ডলি এর সভাপতিত্বে দশমিনা পরিষদ হলরুমে দশমিনা উপজেলা চর অ্যালায়েন্স গঠন ও চরাঞ্চলের চ্যালেঞ্জ ও সম্ভবনা শীর্ষক ওয়ার্কশপ এর আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথী হিসাবে উপস্থিথ ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার,মোসাঃতানিয়া ফেরদৌস।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিথ ছিলেন,দশমিনা উপজেলা সহকারি(ভূমি),আবদুল কাইয়ূম,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান,এ্যাড.ইকবাল মাহমুদ লিটন,বাংলাদেশ কৃষক ফেডারেশনের সধারন সম্পাদক,জায়েদ ইকবাল খান,সিনিয়র রিসার্চার,সমুন্নয়,ডা.মোঃমাহবুব হাসান সহ বিভিন্ন চরাঞ্চলের কৃষক নেতৃবৃন্দ।
উক্ত ওয়ার্কশপ এর মাধ্যমে বিভিন্ন চরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার দিক তুলেধরেন(স্কুল,মাদ্রাসা,সাইক্লোনসেন্টার,গভীর নলকূপ,কমিউনিটি সেন্টার,ভেরিবাধ,সিমানা নির্ধারন,যোগাযোগ ব্যবস্থা,বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন)।
উক্ত সভায় আহবায়ক,পি এম রায়হান বাদল ও সদস্য সচিব,মোঃছত্তার হাওলাদারকে সহ ২১ সদস্য বিশিষ্ট দশমিনা উপজেলা চর অ্যালায়েন্স কমিটি গঠন করা হয়।