আবার ফিরবো এই তটে,কোনো এক কালে-ভাদ্রে,
দেখা হবে পুরানো স্মৃতির খাতিরে,আর্বাচীন প্রাণচঁচল্যে।
আমায় তখন দেখে নিও দুচোখ ভরে,নিরবে নিবৃত্তিতে
তোমার অনুষঙ্গে লিখে দিও আমার নাম তার পান্ডুলিপিতে ।
আবার ফিরবো তোমার গাঁয়ে,কনকনে শীতে কুয়াশার চাদরে,
দেখা হবে শিশির ভেজা ঘাসে,কুয়াশার আড়ালে সুর্যের ঝলকানিতে।
শীতের সুভ্রতায় দেখে নিও অনিমেষ চেয়ে,একাকি নিরালয়ে
ভেবে নিও পুরানো স্মৃতির খামের আকুতিতে কি মায়া জড়ালে!
আবার ফিরবো তোমার কাছে,শীতে ঝরা বৃক্ষপত্রের ন্যায় অভিমান মুছে,
আমায় দেখে নিও প্রকাশ্যে,নিমগ্নে ভালোবাসার তীব্র লগনে।
তোমার অট্টহাসিতে আনন্দিত হবে হৃদয়,ছড়াবে সকল আবেগ
আবার মুচকি হাসিতে খুঁজে নিবো পরম স্মৃতির আবেশ।
আবার ফিরবো তোমার নীড়ে বসন্তে, কুহু কুহু সুুরের মুহূর্তে,
কিংবা ঝিঁঝি পোকার গানের ঝঙ্কারে,ভ্রমরের ডানার শব্দে
গোলাপি মণিমালায় রাখী গেঁথে দিবো তোমার খোঁপাতে।
ফুলের সুভ্রতায় পবন ছেয়ে যাবে,তুমি অনিমেষ চেয়ে থাকবে,
তখন আমায় দেখে নিও গোঁপনে, কাজল ভরা চোখে।
আমি হতবাক হয়ে বসে তোমাকে ভেবে নিবো,তুমি আমার।
আবার ফিরবো এই খেয়া তীরে,কোনো এক শান্ত বিকেলে
দেখা হবে সর্বত্র অমলিন বদনে,যেথায় তোমার সুভাস আছে।