আক্রান্ত
৭১৮,৯৫০
তিন কথার কর্ণপাতে
ধ্বংস সুখের বাসর
বঁধুয়া নিত্য জমায়
পান চুনেরই আসর।
শাশুড়ি ও কম যান না
বউয়ের কুৎসাতে
বউ শাশুড়ির তুমুলযুদ্ধ
দিন দুপুর আর রাতে।
মায়ের পক্ষে কথা বলাতে
বউ হারানোর ভয়।
বউয়ের সাথে তাল মেলালে
মা গোসসা হয়।
বউয়ের আসর ঘরেরকোনে
শাশুড়ির পাশের বাড়ি।
বউ শাশুড়ি সুযোগ পেলেই
দেয়ালে পাতে আড়ি।
ছেলে মায়ের মানিকরতন
বউয়ের কাছে জান
এক জনকে কেন্দ্র করে
কতোই ঝড় তুফান।
বউয়ের ছায়া মারিয়ে চলে
শাশুড়ির পাদুকা যুগল।
বউতো শুধু সুযোগ খুজে
রচনায় শাশুড়ির ভুগোল।
মেয়ে ভেবে আপন করে
শাশুড়ি টানেনা বুকে।
বউ মুখে মা ডাকলেও
অন্তরে বিষ রাখে।
গৃহযুদ্ধ থামবে যেদিন
সোনার ঘর হবে।
তৃতীয় পক্ষে কান না দিলে
মা,মেয়ে মিল রবে।
#গৃহযুদ্ধ
#শায়লা আক্তার