বৃষ্টির জমে থাকা পানিতে দুটি শিশুর ছবি কেমন লাগছে? নিশ্চই খুব ভালো, কারণ এটি এক অপূর্ব দৃশ্য, এমন দৃশ্য চোখের আরালেই থাকে যা চোখেই পড়ে না।
বৃষ্টিতে ভেজা শিশুদের একটি শখ, শিশুরা ঝড় বাদল যাই হোক না কেন তাঁর মধ্যে ভিজতে ঘুরতে আনন্দ উপভোগ করে, এটি তেমনি এক দৃশ্য যে দুটি শিশু বৃষ্টির জমে থাকা পানিতে ভেজা আরও এক নতুন আনন্দের বিষয়।
প্রকৃতি তার বর্নিল রুপ মেলা ধরে বৃষ্টির সময়, শিশুরা প্রকৃতির ছয়টি ঋতুর মধ্যে বর্ষা ঋতুকে আনন্দ ভরে উপভোগ করে এবং ইচ্ছে হয় বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায় নিজেকে বিলীন করে দিতে !
* বৃষ্টিতে বই পড়া উপন্যাস পড়া গল্প করা এবং পরিবারের সকালে লুডু খেলার মজাই অন্য রকম সাথে যদি থাকে মায়ের পাকানো ভুনা খিচুড়ি,
বর্ষার জলে জানালা থেকে বাহিরে হাত দিয়ে বৃষ্টির প্রতিটি ফোঁটায় ভাত ভিজানোর সেই অপূর্ব দৃশ্য, শিশু কালের মধুর স্মৃতির মধ্যে অন্যতম ঋতু বর্ষা কাল।
বর্ষায় প্রকৃতির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে এবং আমার নিজের মনে হয় সবথেকে আনন্দ মুখর সময় হল বর্ষাকাল।